অ্যাকসেসিবিলিটি লিংক

২০১৯ সালে আফগানিস্তানে সংঘর্ষে তিন হাজার চারশোরও বেশি বেসামরিক লোক নিহত


জাতিসংঘের এক প্রতিবেদনে জানা গেছে, ২০১৯ সালে আফগানিস্তানে সংঘর্ষে তিন হাজার চারশোরও বেশি বেসামরিক লোক নিহত এবং প্রায় সাত হাজার আহত হয়েছে। আফগানিস্তানে জাতিসংঘের সহায়তা সংস্থা(ইউএনএএমএ) তালেবান, ইসলামিক স্টেট এবং অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকে ঊনপঞ্চাশ শতাংশ মৃত্যুর কারণ হিসাবে দায়ী করেছে এবং বলেছে যে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোটসহ সরকার সমর্থক বাহিনী ৪৩ শতাংশ মৃত্যুর জন্য দায়ী ছিল। বাকিরা ক্রসফায়ার এবং অন্যান্য সংঘাত-সম্পর্কিত ঘটনায় নিহত হয়েছে।

আফগানিস্তানের ১৮ বছরের যুদ্ধ অবসানের লক্ষ্যে একটি শান্তি চুক্তিতে তালেবান ও যুক্তরাষ্ট্র ২৯ শে ফেব্রুয়ারি সাক্ষ্যর করতে যাচ্ছে। পারস্পরিক সম্মতিতে সাত দিনের জন্য হ্রাসকৃত যুদ্ধবিরতির মাঝে এই প্রতিবেদন প্রকাশ করলো জাতিসংঘ।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে গত দশ বছরে আফগানিস্তানে সংঘাত-সম্পর্কিত ঘটনায় নিহত বা আহত বেসামরিক সংখ্যা এক 'মারাত্মক মাইলফলক' ছাড়িয়ে গেছে। ইউএনএএমএর প্রধান তাদামিচি ইয়ামামোটো বলেছেন, "আফগানিস্তানের প্রায় কোনও বেসামরিক ব্যক্তি চলমান সহিংসতার কারণে ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার হাত থেকে রক্ষা পায়নি।" তিনি বলেন, উভয় পক্ষের জন্য যুদ্ধ বন্ধ করা বাধ্যতামূলক হয়ে পড়েছে, ঐ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা করা প্রয়োজন। নাগরিকদের জীবন রক্ষা করতে হবে এবং শান্তির জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

XS
SM
MD
LG