অ্যাকসেসিবিলিটি লিংক

তালেবানদের সাথে একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি এগিয়ে এসেছি আমরা- প্রেসিডেন্ট ট্রাম্প


প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তার প্রশাসন আফগানিস্তানের তালেবানদের সাথে একটি শান্তি চুক্তির খুব কাছাকাছি এগিয়ে এসেছে।তিনি বলেন, এক সপ্তাহব্যাপী পুরো দেশজুড়ে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সহিংসতা হ্রাসের জন্য সাময়িক যুদ্ধবিরতির চুক্তি বেশ ভালো চলছে।

মঙ্গলবার দুই দিনের সফরের সমাপ্তিতে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতে সাংবাদিকদের সঙ্গে কথা বলে জানান তাঁর আফগান শান্তি উদ্যোগ ব্যাপক সমর্থন পেয়েছে এবং নয়াদিল্লি সহ প্রত্যেকেই এতে খুশি।

অস্থায়ী যুদ্ধবিরতি এবং তালেবানদের সাথে আগামী সম্ভাব্য শান্তি চুক্তি বিষয়ে ট্রাম্প বলেন, "আমরা বেশ কাছাকাছি রয়েছি।কি ঘটনা ঘটছে তা আমরা দেখবো।কোনো সহিংসতা ছাড়া ন্যূনতম সহিংসতার দু'দিন পার করেছি আমরা। এবং কী হবে তা আমরা দেখব।"

পারস্পরিক সম্মত সাত দিনের এই হ্রাসকৃত যুদ্ধ চুক্তি গত শনিবার কার্যকর হয়। যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান বাহিনী এবং বিদ্রোহীরা এই সাতদিন আক্রমণাত্মক অভিযান চালাবেন না বলে প্রতিশ্রুতি দিয়েছে।

XS
SM
MD
LG