আফগানিস্তান কর্মকর্তারা জানিয়েছেন প্রতিবেশী দেশে তাজিকিস্তান থেকে বিমান আক্রমণ চালিয়ে ৬ জন মাদক পাচারকরিকে হত্যা করেছে। পাচারকারীরা আফগানিস্তানের সীমান্তের কাছে ছিল । বিমান আক্রমণের লড়াই-এদুই তাকিজ সীমান্ত রক্ষী নিহত হয়।
আফগানিস্তানের উত্তরাঞ্চলের তাখার প্রদেশের কর্মকর্তারা জানিয়েছেন দু’দেশের মধ্যবর্তী সীমান্তবর্তী শহরদারকাদের কাছে বনাঞ্চলে পাচারকারী এবং তালিবান সক্রিয়।
তাখার প্রদেশের গভর্নরের মুখপাত্র জাওয়াদ হিজরী জানিয়েছেন, রবিবার তালিবান এবং চোরাচালানকারীদের মধ্যে লড়াই শুরু হবার পরেই তাজিক সীমান্ত রক্ষীরা লড়াই-এ জড়িয়ে পড়ে এবং ঐ সময় তারা প্রাণ হারান।তাজিক সেনারা ভারী কামানের গোলা বর্ষণ করে এবং বিমান আক্রমণ চালিয়েছে।