অ্যাকসেসিবিলিটি লিংক

যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে আফগানিস্তানের আলোচনা ব্যাহত হবে না


আজ তালিবান জানিয়েছে, তারা মনে করে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায়, আফগানিস্তানের যুদ্ধ বন্ধের লক্ষ্যে ওয়াশিংটনের সঙ্গে তাদের দলের আলোচনা ব্যাহত হবে না।

যুক্তরাষ্ট্রের সৈন্যরা ইরাকে যে দুটি ঘাঁটিতে রয়েছে সেখানে ইরানের বারোটিরও বেশি ক্ষেপনাস্ত্র নিক্ষেপের একদিন পর এই প্রথম এ ব্যাপারে তারা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানালো। এই আক্রমণ ছিল শুক্রবার ইরাকের রাজধানী বাগদাদে আমেরিকান বিমান হামলার পাল্টা জবাব যে অভিযানে ইরানের সামরিক কমান্ডার কাসেম সোলায়মানি নিহত হন।

তালিবানের আলোচক দলের পক্ষে সুহাইল শাহীন ভয়েস অফ আমেরিকাকে বলেছেন যে আগের বছরগুলোতে যুক্তরাষ্ট্রের আলোচকদের সঙ্গে তাদের বৈঠক, দুই প্রতিপক্ষকে, শান্তি চুক্তি সই করার দ্বারপ্রান্তে নিয়ে এসছে। তিনি এ রকম উদ্বেগের খবর নাকচ করে দেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা শান্তি উদ্যোগের বিরুদ্ধে হুমকি স্বরূপ।

তিনি জোর দিয়ে বলেন এই অগ্রগতি অর্জন করা সম্ভব হয়েছে কারণ তালিবান ও যুক্তরাষ্ট্র উভয়ই এ ব্যাপারে সহমত পোষণ করে যে কেবল মাত্র শান্তিপূর্ণ উপায়ে আফগান সংঘাতের নিস্পত্তি হতে পারে।

XS
SM
MD
LG