অ্যাকসেসিবিলিটি লিংক

মতপার্থক্যের কারণে শান্তি আলোচনা আবারও বন্ধ হয়ে গেলো


বিদ্রোহীদের সহিংসতা কমানোর বিষয়ে মতপার্থক্যের কারণে আফগান তালেবানদের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার বিষয়টি আবারও বন্ধ হয়ে গেলো। গত সপ্তাহে তীব্র শীতের মাঝেও যুক্তরাষ্ট্র-সমর্থিত আফগান সরকারী বাহিনীর ওপর তালেবান হামলা বৃদ্ধি পায়। এই সহিংসতায় উভয় পক্ষের বেশ কয়েকজন যোদ্ধা নিহত হয়েছে এবং আফগানিস্তান জুড়ে বেসামরিক হতাহতের ঘটনা ঘটেছে।


সুহাইল শাহীন, যিনি তালেবানের আলোচনাকারী দলের পক্ষে বক্তব্য দেন, শুক্রবার ভয়েস আমেরিকাকে বলেন, আলোচনার সাম্প্রতিকতম চ্যালেঞ্জের জন্য যুক্তরাষ্ট্র পক্ষ দায়ী। শাহীন বলেন "আমরা "চুক্তি স্বাক্ষরের দিনগুলিতে নিরাপদ পরিবেশ দেবার জন্য রাজী হয়েছিলাম কিন্তু আমেরিকানরা আরও বেশিকিছু দাবি করছে, এটি প্রক্রিয়াটিতে বাধা সৃষ্টি করেছে।" শান্তি চুক্তি আলোচনা সম্পর্কে যুক্তরাষ্টের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

XS
SM
MD
LG