অ্যাকসেসিবিলিটি লিংক

চুক্তি শেষ পর্যন্ত বিনষ্ট হওয়ার লক্ষণ রয়েছে


আফগানিস্তানে তালেবানদের সাথে চুক্তি ত্যাগ করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত নয়, তবে ঐ অঞ্চলে যুক্তরাষ্ট্র বাহিনীর দায়িত্বে থাকা জেনারেল বলেছেন এই চুক্তি শেষ পর্যন্ত বিনষ্ট হওয়ার লক্ষণ রয়েছে।

যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের জেনারেল কেনেথ ম্যাকেনজি বৃহস্পতিবার বলেন যে সহিংসতা হ্রাস করার প্রতিশ্রুতি সত্ত্বেও, আফগানিস্তান জুড়ে তালেবানদের ক্রমবর্ধমান হামলা উদ্বেগজনক।

ম্যাককেঞ্জি যুক্তরাষ্ট্রের আইনপ্রনেতাদের বলেন,বর্তমান আফগানিস্তানের সরকারের সাথে চুক্তি চূড়ান্ত করার বিষয়ের সঙ্গে তালিবানরা যা করছে তা সামঞ্জস্য নয়।তিনি বলেন, এই আক্রমণগুলি বেশিরভাগ ক্ষেত্রেই আফগানিস্তানের ফাঁড়ি, চৌকি এবং পৃথক যুদ্ধ ইউনিটগুলির ওপর করা হয়। এবং এ ধরণের আক্রমন দেখে বোঝা যায় আগামিতে তারা তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করবে।

ফেব্রুয়ারিতে দোহায় যুক্তরাষ্ট্র ও আফগান তালেবানদের মধ্যে স্বাক্ষরিত ঐ চুক্তির ফলে যুক্তরাষ্ট্র ও জোট বাহিনীকে আগামী ১৪মাসের মধ্যে আফগানিস্তান ত্যাগ করতে হবে।

XS
SM
MD
LG