যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, আফগানিস্তান বিষয়ে নতুন কলা কৌশল প্রণয়নের আগে ট্রাম্প প্রশাসন যে প্রক্রিয়া অনুসরণ করেছে তাতে তিনি সন্তুষ্ট। কিন্তু তিনি খুঁটিনাটি বিষয়ে বলতে অস্বীকৃতি জানান।
আম্মানে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন হোয়াইট হাউস যতক্ষন আনুষ্ঠানিক ভাবে এই নীতি বিষয়ে প্রকাশ করবে না, ততক্ষনতিনি ওই নীতি বিষয়ে কথা বলবেন না।
ট্রাম্প শনিবার বলেছেন আফগানিস্তানের ১৬ বছরের যুদ্ধ পরিস্থিতি কি ভাবে মোকাবেলা করতে হবে, তাঁর প্রশাসন সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
ক্যাম্প ডেভিডে তাঁর জাতীয় নিরাপত্তা টিমের সঙ্গে বৈঠকের একদিন পর ট্রাম্প টুইট বার্তায় বলেন “ক্যাম্প ডেভিডে আমাদের গুনি জেনারেল ও সামরিক নেতৃবর্গের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ দিন কাটাই। আফগানিস্তান সহ অনেক বিষযে সিদ্ধান্ত নেওয়া হয়।” তিনি বিস্তারিত আর কিছু লেখেননি।