অ্যাকসেসিবিলিটি লিংক

আত্মঘাতী বোমা হামলাকারীরা আফগানিস্তানে শিক্ষা বিভাগের দফতরে হামলা চালিয়ে অন্তত ১১জনকে হত্যা করে


Afghan National Army (ANA) soldiers arrive at the site of gunfire and attack in Jalalabad city, Afghanistan, July 11, 2018.
Afghan National Army (ANA) soldiers arrive at the site of gunfire and attack in Jalalabad city, Afghanistan, July 11, 2018.

বুধবার ভারি অস্ত্রে সজ্জিত দুই আত্মঘাতী বোমা হামলাকারী, পূর্ব আফগানিস্তানে শিক্ষা বিভাগের দফতরে হামলা চালিয়ে অন্তত ১১জনকে হত্যা করে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন নাঙ্গারহাড় প্রদেশের রাজধানী জালালাবাদে, ভবনটির ভেতরে, আক্রমণকারীরা, কর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছোড়ে।

প্রাদেশিক সরকারের এক মুখপাত্র আতাউল্লাহ খোগানি ভয়েস অফ আমেরিকাকে বলেছেন হামলায় ১৭জন আহত হয়।

তিনি বলেন অবরোধ শুরু হওয়ার একটু পরেই আফগান নিরাপত্তারক্ষী বাহিনী ভবনটির চত্বর ঘিরে ফেলে এবং ২০জনকে উদ্ধার করে। প্রায় ৪ ঘন্টা পর অবরোধ পরিস্থিতির অবসান হয়। তাৎক্ষনিক কেউ ওই হামলার দায় স্বীকার করেনি।

XS
SM
MD
LG