অ্যাকসেসিবিলিটি লিংক

আফগান জনগণের কথা ভুলে গেলে চলবে না- জাতিসংঘ শরণার্থী সংস্থা



আফগানিস্তানের বাস্ত্যুচ্যুত জনগণ, ফাইল ছবি, ২৭শে জুলাই, ২০২১ - এএফপি
আফগানিস্তানের বাস্ত্যুচ্যুত জনগণ, ফাইল ছবি, ২৭শে জুলাই, ২০২১ - এএফপি

জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায়, লক্ষ লক্ষ আফগান জনগণ যারা, অত্যন্ত দ্রুতভাবে পরিবর্তিত ও বিপদসংকূল অবস্থায় জরুরি মানবিক সহায়তা ও সুরক্ষার অপেক্ষায় রয়েছেন, আন্তর্জাতিক সমাজের তাদেরকে অবশ্যই ভুলে যাওয়া সমীচিন হবে নাI আফগান সংঘাতে ৫ লক্ষ ৫০ হাজারের বেশি আফগান জনগণ, যাদের মধ্যে ৮০% মহিলা ও শিশু, এ বছর তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেনI

দেশের ভিতরেই এসব সদ্য বাস্ত্যুচ্যুত লোক আফগানিস্তানের ২০ লক্ষ ৯০ হাজার বাস্ত্যুচ্যুত লোকের অতিরিক্ত, যাদেরকে বর্তমান সঙ্কটের আগেই ঘরবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল। জাতিসংঘ শরণার্থী সংস্থা জানায় যে ১০ লক্ষ ৮০ লোকের মানবিক সহায়তার প্রয়োজন, ঝুঁকিতে থাকা এই সব মানুষ তাদের অন্তর্ভুক্ত।

জাতিসংঘের শরণার্থী সংস্থা, UNHCR জানায়, রবিবার তালিবানের ক্ষমতা গ্রহণ ও বিক্ষিপ্ত সহিংসতার খবর আসার পর, আফগানিস্তানের পরিস্থিতি অত্যন্ত অনিশ্চিত থাকায়, কি সঙ্কটের মুখে তারা পড়বেন সে ব্যাপারে জনগণ এখন গভীরভাবে উদ্বিগ্ন I

XS
SM
MD
LG