একুশে পদক প্রাপ্ত ফটো সাংবাদিক আফতাব আহমদকে হত্যার দায়ে ৫ জনকে মৃত্যুদণ্ড ও একজনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।
মঙ্গলবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার, একুশে পদক প্রাপ্ত ফটো সাংবাদিক আফতাব আহমদ হত্যা মামলার রায় ঘোষণা করেন। ২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে সাংবাদিক আফতাবকে তার নিজ বাসায় শ্বাসরোধ করে হত্যা করা হয়।
মৃত্যুদণ্ড প্রাপ্তরা হচ্ছেন, আফতাবের গাড়ী চালক মোঃ হুমায়ুন কবির মোল্লা, মোঃ বেলাল হোসেন কিসলু, মোঃ রাজু মুন্সি, মোঃ রাসেল ও হাবিব হাওলাদার। এছাড়া মোঃ সবুজ খান নামের ওপর আসামীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েচে। তবে আসামীদের মধ্যে রাজু ও রাসেল পলাতক রয়েছে। নাসরিন হুদা বিথী।