পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোট গ্রহণের আগে রাজ্যে ১০০০ কোম্পানি ছাড়াল বাহিনীর সংখ্যা। ইতিমধ্যেই রাজ্যের ৫ জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন মুখ্য নির্বাচনী আধিকারি আরিজ আফতাব। তৃতীয় দফায় প্রার্থীদের উপরে হামলার ঘটনার পর সতর্ক প্রশাসন। প্রার্থীদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া প্রার্থী চাইলে যাতে নিরাপত্তার বন্দোবস্তও করতে হবে।
প্রসঙ্গত বলা যেতে পারে আগামী ১০ এপ্রিল রাজ্যের ৫ জেলার ৪৪টি আসনে ভোটগ্রহণ। চতুর্থ দফার ভোট প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসক, অতিরিক্ত জেলা শাসক, রিটার্নিং অফিসারের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক করে ফেলেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। ওই বৈঠকে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, ভোটের দিন অশান্তি রুখতে দ্রুত পদক্ষেপ করতে হবে। নিশ্চিত করতে হবে প্রার্থীদের নিরাপত্তা। ইভিএম নিয়ে কোনও গাফিলতি করা চলবে না।