যুক্তরাষ্ট্রের বিজ্ঞানিরা দুটি অত্যন্ত প্রতিশ্রুতিশীল চিকিৎসার প্রতি সকলের দৃষ্টি অকর্ষণ করছেন যা কী না এইডস রোগ নিরাময়ের জন্যে ব্যবহার করা যেতে পারে।
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে যে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এইচ আই ভি রোগিদের দেহ থেকে রক্ত-কোষ অপসারণ করেন এবং এমন এক কৌশল গ্রহণ করেন যা ঐ প্রোটিনটি সরিয়ে দেয়, যা রক্ত কোষে ভাইরাস যুক্ত করে। চিকিৎসকরা পরে ঐ রক্ত কোষ রোগির দেহে ইঞ্জেকশানের মাধমে প্রবেশ করায় এবং তার পর তাদের এক মাসের জন্যে অ্যান্টি ভাইরাল ওষুধ বন্ধ রাখা হয়।
চিকিৎসকরা দেখেন ঐ নতুন রক্তকোষ ভাইরাস মুক্ত।
নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন এ প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে যে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এইচ আই ভি রোগিদের দেহ থেকে রক্ত-কোষ অপসারণ করেন এবং এমন এক কৌশল গ্রহণ করেন যা ঐ প্রোটিনটি সরিয়ে দেয়, যা রক্ত কোষে ভাইরাস যুক্ত করে। চিকিৎসকরা পরে ঐ রক্ত কোষ রোগির দেহে ইঞ্জেকশানের মাধমে প্রবেশ করায় এবং তার পর তাদের এক মাসের জন্যে অ্যান্টি ভাইরাল ওষুধ বন্ধ রাখা হয়।
চিকিৎসকরা দেখেন ঐ নতুন রক্তকোষ ভাইরাস মুক্ত।