অ্যাকসেসিবিলিটি লিংক

টিকা নেয়া সত্ত্বেও স্বাস্থ্যবিধি মানতে হবে-রণদীপ গুলেরিয়া


করোনার দু’টি টিকা যারা পেয়ে গিয়েছেন, তাদেরও সমান ভাবে মানতে হবে স্বাস্থ্যবিধি। পরতে হবে মাস্ক, বজায় রাখতে হবে দূরত্ববিধি। দ্রুত চরিত্র পাল্টে ফেলা ভাইরাসের সঙ্গে লড়তে হলে এ ছাড়া আর কোনও উপায় দেখছেন না এমসের প্রধান রণদীপ গুলেরিয়া। আমেরিকার রোগ নিয়ন্ত্রক সংস্থা দু’দিন আগেই ঘোষণা করেছিল, করোনার দু’টি টিকা যারা পেয়েছেন, তাদের মাস্ক না পরলেও চলবে। কিন্তু ভারতে সেই নিয়ম খাটবে না বলেই জানিয়েছেন রণদীপ।এইমস প্রধান স্পষ্ট করে দিয়েছেন, ‘‘দেশের মানুষকে এখন সতর্ক থাকতে হবে। আরও তথ্য না পাওয়া পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া যাবে না। মনে রাখতে হবে ভাইরাস ক্রমাগত তার চরিত্র পাল্টাচ্ছে। নতুন নতুন প্রজাতির উপর টিকা কতটা কাজ করতে পারে, সেটা দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তাই ততদিন সাধারণ মানুষকে নিয়মিত মাস্ক পরতে হবে, দূরত্ববিধি মেনে চলতে হবে।’’ হবে বলেও জানিয়েছেন তিনি।

টিকা নেয়া সত্ত্বেও স্বাস্থ্যবিধি মানতে হবে-রণদীপ গুলেরিয়া
please wait

No media source currently available

0:00 0:01:01 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG