অ্যাকসেসিবিলিটি লিংক

এয়ার এশিয়া বিমানের সন্ধানে ইন্দোনেশিয়ার সেনা ডুবুরীরা


২৮শে ডিসেম্বর জাভাসাগরে বিধ্ধস্থ হওয়া এয়ার এশিয়া বিমান ৮৫০১ এর অংশবিশেষ সন্ধানে তৎপর হয়েছে ইন্দোনেশিয়ান কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার এলিট সেনা ডুবুরীরা সাগরের প্রবল স্রোতের মাঝে বৃহস্পতিবার তল্লাসী অভিযান চালান। বিমানটির ড্যাটা সংরক্ষনকারী অংশ ব্ল্যাক-বক্সের সন্ধান করেন তারা যা দিয়ে বিমানটি বিদ্ধস্থ হওয়ার কারন জানা যাবে।

বুধবার বিধ্ধস্থ হওয়ার স্থান থেকে ৩০কিলোমিটার দূরে ২৮ থেকে ৩২ মিটার সাগরের গভীরে বিমানের লেজের অংশ পাওয়া যায়। বিমানের ১৬২ জন যাত্রীর মধ্যে ৪৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।

XS
SM
MD
LG