শুক্রবার দুপুরে ফ্লোরিডার ফোর্ট লডারডেল এয়ারপোর্ট এক বন্দুকধারীর এলোপাথাড়ী গুলিতে ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হন। পরে হামলাকরীকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত চলছে। ঐ এয়ারপোর্টর কাছেই বসবাস করেন বাংলাদেশী আমেরিকান শহীদ খান। কি ঘটেছিল; ঘটনার পরপরই পরিস্থিতি কেমন ছিল সেসব জানালেন ভয়েস অব আমেরিকার সঙ্গে আলাপকালে। সেলিম হোসেন তার সঙ্গে কথা বলেন ওয়াশিংটন ষ্টুডিও থেকে।