সিরিয়ার পূর্বাঞ্চলে আলেপ্পোতে রাশিয়া এবং সিরিয়া সরকার যে নৃশংস বিমান আক্রমণ চালায় প্রেসিডেন্ট বারাক ওবামা তার কঠোর নিন্দা জানিয়েছেন। হোয়াইট হাউজ জানিয়েছে যে বৃহস্পতিবার প্রেসিডেন্ট ওবামা জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মেরকেলের সংগে টেলিফোনে আলাপ আলোচনা করেছেন। উভয়ই একমত হয়েছেন যে রাশিয়া এবং আসাদ সরকারকে লড়াই থামাতে হবে এবং মানবিক ত্রাণ সামগ্রী সেখানে পৌঁছানোর জন্য তাদেরকেই বিশেষ দায়িত্ব নিতে হবে।
এর আগে পররাষ্ট্রমন্ত্রী জন কেরী বলেছেন, মস্কো যে পূর্ব আলেপ্পোতে বিদ্রোহীদের ওপরে ক্রমাগত বোমা বর্ষণ করে যাচ্ছে সে কারণে যুক্তরাষ্ট্র রাশিয়ার সংগে কূটনৈতিক আলাপ আলোচনা স্থগিত করার সিদ্ধান্তে একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছে।
শুক্রবার একটি পর্যবেক্ষণ দল জানিয়েছে সিরিয়া গত বছর দেশব্যাপী বিমান আক্রমণ চালিয়ে ৯ হাজারের বেশি মানুষ হত্যা করেছে যার মধ্যে অনেক অসামরিক জনগণও রয়েছে।
ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে বিমান আক্রমণে আরও অনেক অসামরিক জনগণ আহত হয়েছে।