অ্যাকসেসিবিলিটি লিংক

জালালাবাদে তালিবানের ওপর ইসলামিক স্টেট জঙ্গিদের হামলার দাবি


তালিবান সদস্যরা জালালাবাদে বিস্ফোরণের পর স্থানটি পরিদর্শন করছেন , ১৮ই সেপ্টেম্বর, ২০২১ /এএফপি
তালিবান সদস্যরা জালালাবাদে বিস্ফোরণের পর স্থানটি পরিদর্শন করছেন , ১৮ই সেপ্টেম্বর, ২০২১ /এএফপি

উগ্রবাদী ইসলামিক স্টেট গ্ৰুপ পূর্বাঞ্চলীয় আফগানিস্তানে তালিবানের গাড়ির বহর লক্ষ্য করে কতগুলি মারাত্মক হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছেI

রবিবার দিনের শেষে ঐ জঙ্গি গ্ৰুপের প্রচার শাখা,"আমাক" সংবাদ এজেন্সির মাধ্যমে তারা এই দাবিটি প্রকাশ করে , যেখানে তাদের দীর্ঘকালীন প্রতিদ্বন্দ্বী তালিবানের বিরুদ্ধে হুমকি বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যায়ই তালিবান যোদ্ধাসহ অন্তত ৮জন, আইসিস গোষ্ঠীর শক্তঘাঁটি জালালাবাদে শনিবার ও রবিবারের হামলায় নিহত হন I

তালিবান গোষ্ঠী গত মাসে এক তড়িৎ অভিযান চালিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ গ্রহণ করে এবং কাবুল কুক্ষিগত করে, যখন যুক্তরাষ্ট্র ও নেটো জোট তাদের সেনা প্রত্যাহারের চূড়ান্ত পর্যায়ে ছিল I সর্বশেষ বিদেশী সেনাদল ৩০শে অগাস্ট আফগানিস্তান ত্যাগ করেI

আফগানিস্তান শাসন করতে তালিবান এখন নানাবিধ অর্থনৈতিক ও নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি এবং এরই মাঝে আইসিসের হামলা তাদের প্রয়াসকে আরো জটিল করে তুলবে I আফগানিস্তানে বিদেশী সেনা আসার আগে থেকেই তালিবান ও আইসিস দল একে অপরের শত্রু ছিল I

দুটি দলই ইসলামের কঠোর শরিয়া আইন প্রবর্তনে বিশ্বাসীI তবে তালিবান এখন আফগানিস্তানের নিয়ন্ত্রণ রক্ষায় মনোযোগ নিবদ্ধ করেছে, আর অন্যদিকে আফগানিস্তানে এবং অন্যত্র আইসিস সহযোগীরা বিশ্বময় জিহাদের ডাক দিয়েছেI

XS
SM
MD
LG