অ্যাকসেসিবিলিটি লিংক

জাতিসংঘের বিশেষ দূত অ্যাঞ্জেলিনা  জোলি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন


বাংলাদেশ সফররত অস্কারজয়ী অভিনেত্রী ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর-এর বিশেষ দূত অ্যাঞ্জেলিনা জোলি বুধবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেছেন। এদিকে, মধ্যাহ্নে অ্যাঞ্জেলিনা জোলি পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সাথে সাক্ষাত ও বৈঠক করেন। এ সময় বিশেষ দূত রোহিঙ্গা প্রত্যাবাসনসহ এ সংক্রান্ত সকল ক্ষেত্রে বাংলাদেশের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। অ্যাঞ্জেলিনা জোলি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেননি। পররাষ্ট্রমন্ত্রী জানান, রোহিঙ্গা ইস্যুতে বিভিন্ন দেশ যতোটা সাহায্য দেয়ার প্রতিশ্রæতি দিয়েছিল তা না পাওয়া এবং কিভাবে তা পাওয়া যায় সে বিষয়েও আলোচনা হয়েছে। রোহিঙ্গা ইস্যুকে অধিকতর আন্তর্জাতিকীকরণের জন্য হলিউডে বড় ধরনের একটি অনুষ্ঠান আয়োজনের জন্য বাংলাদেশের পক্ষ থেকে অ্যাঞ্জেলিনা জোলিকে প্রস্তাব দেয়া হয়েছে। এদিকে, জাতিসংঘ মহাসচিবের মিয়ানমার সংক্রান্ত বিশেষ দূত ক্রিস্টিন বার্গনার পৃথকভাবে পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছেন, আরও রোহিঙ্গা অনুপ্রবেশের আশংকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পুরোপুরি বন্ধ করে দেয়া হয়েছে।

ঢাকা সংবাদদাতা আমীর খসরুর প্রতিবেদন।

XS
SM
MD
LG