সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা বিষয়ে প্রকাশিত তার এক প্রতিবেদনে বাংলাদেশে সকল ধর্মের মানুষের অধিকার রক্ষার ক্ষেত্রে সংবিধানকে সমুন্নত রাখার যে সব পদক্ষেপ নেওয়া হয়েছে তার প্রশংসা করা হয়েছে। এ সম্পর্কেই ভয়েস অফ আমেরিকার সঙ্গে এক একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশের দৈনিক সমকাল পত্রিকার সম্পাদকীয় বিভাগের প্রধান অজয় দাশগুপ্ত এই অভিমতকে ইতিবাচক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন যে সাম্প্রতিক কালে সংবিধান বিষয়ে সুপ্রিম কোর্টের রায় , বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার ব্যাপারে সরকারের আন্তরিকতা এ সব কিছুই সাম্প্রদায়িক সম্প্রীতির অনুকুল। মি দাশগুপ্ত বলেন যে বাংলাদেশের সাধারণ মানুষ কিংবা সমাজ সংখ্যা লঘুদের কোন অনুষ্ঠানে কখনই কোন বাধা সৃষ্টি করে না এবং যারা এ ধরণের সমস্যা সৃষ্টি করে তারাও এখন নিস্ক্রিয়।
তবে অজয় দাশগুপ্ত আরো বলেন যে সংখ্যালঘু জনগণের অধিকার সংরক্ষণে আরও কিছু করার প্রয়োজন রয়েছে। তিনি ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময়ে শত্রু সম্পত্তি আইন , যা পরবর্তীতে বাতিল করা হয়েছিল , তার কার্যকারিতা বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন যে কেবল হিন্দু নয় , আদিবাসী সংখ্যালঘিষ্ঠ জনগণ সহ সকলেরই অধিকার সংরক্ষিত রাখার প্রয়োজন রয়েছে। তিনি ইমামদের ভুমিকার প্রশংসা করেন এবং বলেন যে তাদের প্রশিক্ষণে তাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে আরও সচেতন করার প্রয়োজন রয়েছে , যাতে করে তাঁদের খুৎবায় তাঁরা এই দিকগুলোকে তুলে ধরতে পারেন এবং সামাজিক শক্তি হিসেবে সক্রিয় থাকেন।