অ্যাকসেসিবিলিটি লিংক

সংসদ নির্বাচনের দিন কাছে আসার সঙ্গে সঙ্গে সহিংসতার ঘটনা বেড়েই চলেছে


জাতীয় সংসদ নির্বাচনের দিন যতোই কাছে আসছে ততোই হামলা, ভাংচুরসহ সংঘর্ষ-সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। গত ১৩ দিনে দেশের কমপক্ষে ১২০টি নির্বাচনী আসনে দুই শতাধিক সংঘাত-সহিংসতার ঘটনা ঘটেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে। এসব হামলায় নিহত হয়েছেন দুইজন। আহত হয়েছেন ৪০ জনের বেশি প্রার্থীসহ ৬ শতাধিক ব্যক্তি। বিভিন্ন স্থান থেকে নির্বাচনী প্রচার-প্রচারণায় আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বাধাবিঘ্ন সৃষ্টিরও অভিযোগ পাওয়া গেছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশী-বিদেশী নির্বাচন পর্যবেক্ষকদের বাধা-বিঘ্ন সৃষ্টি করায় বাংলাদেশ কর্তৃপক্ষের আন্তরিকতা এবং প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উত্থাপন করেছে এশিয়ান নেটওয়ার্ক ফর থ্রি ইলেকশনস বা এনফ্রেল। এসব বিষয় নিয়ে ভয়েস অব আমেরিকার জন্য বিশ্লেষণ করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান।

please wait

No media source currently available

0:00 0:07:15 0:00

XS
SM
MD
LG