অ্যাকসেসিবিলিটি লিংক

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানীর পরিবারকে ক্ষতিপূরণের অর্থ দেয়ার নির্দেশ


২০১১ সালে বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী কিশোরী ফেলানী খাতুনের পরিবারকে ভারতীয় ৫ লাখ রুপী পরিমাণ অর্থ দেয়ার জন্য ভারতের কেন্দ্রীয় সরকারকে নির্দেশনা দিয়েছে সে দেশের জাতীয় মানবাধিকার কমিশন। ঢাকায় ভারতীয় হাইকমিশনের মাধ্যমে ক্ষতিপূরণের এই অর্থ দেয়ার জন্য বলা হয়েছে। এ ব্যাপারে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডা. মিজানুর রহমান ভয়েস অফ আমেরিকাকে জানান, গত মাসে বাংলাদেশের জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে ভারতীয় মানবাধিকার কমিশনকে ফেলানী হত্যাকান্ডে সুবিচার প্রার্থনা করে চিঠি দেয়ার পরে এই সিদ্ধান্ত নেয়া হয়।
নিহত ফেলানী খাতুনের বাবা আবেদনের পরে বিএসএফের নিজস্ব আদালতে অর্থাৎ ২০১৩ এবং ২০১৫ সালে বিচার হলেও অভিযুক্ত বিএসএফ সদস্যকে অব্যহতি দেয়া হয়েছে। এদিকে ক্ষতিপূরণ দেয়ার নির্দেশনার পরে প্রতিক্রিয়ায় নিহত ফেলানীর বাবা পুনরায় মেয়ে হত্যার বিচার দাবি করেছেন। ...ঢাকা থেকে আমীর খসরু

please wait
Embed

No media source currently available

0:00 0:00:53 0:00




XS
SM
MD
LG