শহীদ হামজা ব্রিগেড নামের একটি জঙ্গী সংগঠনকে অর্থ দেয়ার অভিযোগে গার্মেন্টস শিল্প ব্যবসায়ী এনামুল হককে র্যাপিড এ্যকশন ব্যাটালিয়ন-র্যাব শনিবার ঢাকায় গ্রেফতার করে এবং রোববার চট্টগ্রামের একটি আদালত জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। ১৬ লাখ টাকা অর্থ লেনদেন করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ।
গত কয়েকদিনে হামজা ব্রিগেডকে অর্থ যোগান দেয়ার অভিযোগে সুপ্রীম কোর্টের তিনজন আইনজীবীসহ ৪১ জনকে আটক করা হয়েছে। এদিকে, অপর এক ঘটনায় অস্ত্র ও বিস্ফোরকসহ কক্সবাজারে দুই জঙ্গীকে আটক করা হয়েছে বলে রোববার র্যাব কর্মকর্তারা দাবি করেছেন।...ঢাকা থেকে আমীর খসরু: