অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ সৃষ্টিতে সরকারের উদ্যোগ কামনা বিএনপির


মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপরে ওই দেশটির অত্যাচার-নির্যাতন বন্ধ এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক চাপ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায়ের উদ্যোগ কামনা করেছে বিরোধী দল বিএনপি। মিয়ানমারকে যে সব প্রভাবশালী দেশ সমর্থন দিয়ে যাচ্ছে, তা বন্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাতে ওই সব দেশ সফর করেন তার দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে, সশস্ত্র একদল রোহিঙ্গা দুর্বৃত্তের হামলায় শুক্রবার রাতে ৫জন স্থানীয় ব্যক্তি আহত হয়েছেন। উখিয়ার বালুখালী ক্যাম্প এলাকায় কর্মরত টিউবওয়েল মিস্ত্রিদের উপরে ওই হামলা চালানো হয়। দুইজন রোহিঙ্গাকে কাটা রাইফেল ও কার্তুজসহ আটক করা হয়েছে। কিভাবে এই অস্ত্র এসেছে পুলিশ তা গভীরভাবে তদন্ত করে দেখছে বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছে।
মিয়ানমার থেকে বাংলাদেশ রোহিঙ্গা অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় বাংলাদেশ কর্তৃপক্ষ ও জাতিসংঘ বিভিন্ন সংস্থা সমন্বয়ে কুতুপালং এলাকায় নতুন একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। এই পর্যন্ত ১৭০০ জনকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG