পুলিশ বাংলাদেশে ২০০৫ সালে সিরিজ বোমা হামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত এবং ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের বিস্ফোরণের সাথে সম্পৃক্ততার অভিযোগের কারণে ওই দেশের মোস্ট ওয়ান্টেড আসামী জঙ্গী নেতা শ্যামল শেখ ওরফে আবু সাইদকে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে গ্রেফতারের কথা জানিয়েছে। পুলিশ বলছে, সিরিজ বোমা হামলায় মৃত্যুদন্ডপ্রাপ্ত শ্যামল পালিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যায় এবং সেখানে বর্ধমান বিস্ফোরণের ঘটনার সাথে সম্পৃক্ততার কারণে দেশটির এনআইএ তাকে ধরিয়ে দেয়ার জন্য ১০ লাখ রূপী পুরস্কার ঘোষণা করে। শনিবার দুপুরে বগুড়ার পুলিশ শ্যামল শেখকে গ্রেফতারের কথা জানিয়ে বলেছে, তাকে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়েছে। শ্যামল নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন নব্য জেএমবির ঊর্ধ্বতন একজন নেতা হিসেবে ওই সংগঠনের সাথে যুক্ত।...ঢাকা থেকে আমীর খসরু