অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের ৯০ শতাংশই সঠিক মাত্রার খাবার পাচ্ছেন না- ডব্লিউএফপির রিপোর্ট


জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বা ডব্লিউএফপির এক নতুন রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের ৯০ শতাংশই খুবই নিম্ন পুষ্টিমানসম্পন্ন খাবার পাচ্ছেন, সঠিক মাত্রার খাবার পাচ্ছেন না; যদিও খাদ্য সহায়তা অব্যহত আছে। জাতিসংঘের ডেপুটি স্পোকস-পারসন ফারহান হক সাংবাদিকদের শুক্রবার বলেছেন, জাতিসংঘের ঐ সংস্থাটির জরুরি খাদ্য সহায়তার দুর্বলতা ও খাদ্যঝুঁকি বিষয়ক ওই জরিপ রিপোর্ট-যা নভেম্বর ও ডিসেম্বরে সম্পন্ন হয়-তার ফলাফলে এই মর্মে তারা উদ্বিগ্ন যে, রোহিঙ্গা শরণার্থীরা সাধারণ পুষ্টিমানসম্পন্ন ও সঠিক মাত্রার খাদ্যও স্বল্প পরিমাণে পেয়ে থাকেন। বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গা শরণার্থীদের খাদ্য সহায়তার মাত্রা যদিও বাড়ানো হয়েছে, কিন্তু এখনো অনেকে খাদ্য সহায়তা কর্মসূচির ওই কার্যক্রমের আওতার বাইরে রয়েছেন। নতুন এ জরিপ রিপোর্ট বলছে, সঠিক মাত্রায় খাদ্য না পাওয়ায় ৮০ শতাংশ রোহিঙ্গা পরিবারের এক-তৃতীয়াংশ সদস্য গত কয়েক মাস ধরে নানা রোগ-বালাইয়ে আক্রান্ত রয়েছেন। এছাড়া সুপেয় পানীয় জলের অভাব রয়েছে বলে সংস্থাটি বলছে। ...ঢাকা থেকে আমীর খসরু

XS
SM
MD
LG