সিরিয়ার আল হোল শিবিরে, ইসলামী স্টেট জঙ্গি সন্দেহে অভিযানের পর, আইসিস গোষ্ঠী দৃশ্যতঃ ওই শিবিরে তাদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেI যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস সংক্ষেপে, এসডিএফ দল জানায়, তারা আইসিসদের সঙ্গে সম্পর্ক থাকা সন্দেহে, ১২৫জনকে গ্রেফতার করেছে, যাদের মধ্যে আইসিস গোষ্ঠীর ৬জন নেতাও অন্তর্ভুক্তI
এসডিএফ এছাড়াও, অভিযান চালিয়ে বহু ল্যাপটপ ও গোলাবারুদ উদ্ধার করেI