অ্যাকসেসিবিলিটি লিংক

আল-জাজিরার প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’কে মিথ্যা বলেছে বাংলাদেশ সরকার 


আল-জাজিরার প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’কে মিথ্যা বলেছে বাংলাদেশ সরকার 
আল-জাজিরার প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’কে মিথ্যা বলেছে বাংলাদেশ সরকার 

কাতার ভিত্তিক আল-জাজিরা টেলিভিশন চ্যানেল প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’কে মিথ্যা, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ সরকার। 

কাতার ভিত্তিক আল-জাজিরা টেলিভিশন চ্যানেল প্রচারিত অনুসন্ধানী প্রতিবেদন ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’কে মিথ্যা, মানহানিকর এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রতিবেদনটি সম্পর্কে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করে বলা হয়েছে চরমপন্থি গোষ্ঠী জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট কুখ্যাত কিছু ব্যক্তির দ্বারা পরিচালিত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই অপপ্রচারকে বাংলাদেশ সরকার সরাসরি প্রত্যাখ্যান করছে। বিবৃতিতে বলা হয়েছে প্রতিবেদনের ঐতিহাসিক বিবরণে ১৯৭১ সালে জামায়েতের সহযোগিতায় হওয়া ভয়াবহ গণহত্যা ও নারী ধর্ষণের কথাও উল্লেখ করা হয় নাই।

প্রতিবেদনটিকে রাজনৈতিক পক্ষপাতিত্বের একটি প্রতিচ্ছবি বলে উল্লেখ করে বিবৃতিতে বলা হয় ওই রিপোর্টটির প্রধান ভাষ্যকার ডেভিড বার্গম্যানকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দোষী সাব্যস্ত করেছিল একাত্তরের মুক্তিযুদ্ধে সরকার ঘোষিত মৃত্যুর সংখ্যা চ্যালেঞ্জ করার কারনে।

এতে বলা হয় আল জাজিরার করা প্রতিবেদনের মূল তথ্য দাতা একজন আন্তর্জাতিক অপরাধী, যাকে সংবাদ মাধ্যমটির পক্ষ থেকেই মানসিক রোগী বলে দাবি করা হয়েছে। প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে এই নির্দিষ্ট ব্যক্তির সম্পর্কের কোনও প্রমাণ নাই বলে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে একটি আন্তর্জাতিক নিউজ চ্যানেল হয়েও মানসিকভাবে অপ্রকৃতস্থ ব্যক্তির কথার ভিত্তিতে এমন একটি রিপোর্ট প্রচার করা দায়িত্বজ্ঞানহীনতারই পরিচায়ক। আল-জাজিরা ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে নিজেকে ‘হিংসাত্মক রাজনৈতিক নকশার হাতিয়ার হওয়ার সুযোগ করে দেয়ায় বাংলাদেশকে দুঃখিত করেছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ জাতিয় সংসদের ২০২১ সালের প্রথম অধিবেশনের সমাপনি বক্তব্যে বলেন তাঁর সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে নানা অপপ্রচার চলছে। তিনি বলেন এ সকল অপপ্রচার বাংলাদেশের অগ্রযাত্রাকে থামাতে পারবেনা।


XS
SM
MD
LG