অ্যাকসেসিবিলিটি লিংক

আল জাজিরার তিন সাংবাদিকের মামলার রায় আবার স্থগিত করা হয়েছে


Canadian Al-Jazeera English journalist Mohammed Fahmy, left, listens during his retrial in a courtroom, in Tora prison, in Cairo, Egypt, June 25, 2015.
Canadian Al-Jazeera English journalist Mohammed Fahmy, left, listens during his retrial in a courtroom, in Tora prison, in Cairo, Egypt, June 25, 2015.

আল জাজিরার তিন সাংবাদিক যাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত মুসলিম ব্রাদারহুডকে সমর্থন করার অভিযোগ রয়েছে, তাদের পুনর্বিচারের যে রায় দেওয়ার কথা ছিল, রবিবার মিশরের এক আদালত তা আবারও স্থগিত করেছে।

বিচারক বলেছেন ২৯শে অগাস্ট ওই রায় দেওয়া হবে। গত বৃহস্পতিবার রায় দেওয়া হবে বলে আশা করা হয়েছিল। ২০১৩ সালের ডিসেন্বার মাসে ক্যানাডার নাগরিক মোহাম্মদ ফাহমি, মিশরের বাহের মোহাম্মদ এবং অস্ট্রেলিয়ার পিটার গ্রেস্ট কে গ্রেপ্তার করা হয়, তার পর থেকে আদালত বার বার মামলার প্রক্রিয়া বিলম্বিত করছে।

এক বছরেরও বেশী সময় আগে ওই তিন সাংবাদিক দোষী সাব্যস্ত হন। বিচারক, পিটার গ্রেস্ট এবং মোহাম্মদ ফাহমিকে ৭ বছরের কারা দন্ড এবং , বাহের মোহাম্মদকে ১০ বছরের কারা দন্ড দিয়েছেন।

জানুয়ারি মাসে আপিল আদালত রায় দেয় যে তাদের পুনরায় বিচার হবে কারণ অভিশংসকরা যথেষ্ট প্রমান দেয়নি যে সাংবাদিকরা ব্রাদারহুডকে সমর্থন দিয়েছে।

XS
SM
MD
LG