অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকের সংসদ নির্বাচনে সর্বোচ্চ আসন পেল আল সদরের দল


সংসদীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পর শিয়া ধর্মীয় নেতা আল সদর'র সমর্থকেরা বাগদাদের তাহরীর স্কয়ারে উল্লাস প্রকাশ করছেন, ১১ই অক্টোবর, ২০২১, ছবি আহমেদ আল রুবায়ে/এএফপি
সংসদীয় নির্বাচনের ফলাফল ঘোষণার পর শিয়া ধর্মীয় নেতা আল সদর'র সমর্থকেরা বাগদাদের তাহরীর স্কয়ারে উল্লাস প্রকাশ করছেন, ১১ই অক্টোবর, ২০২১, ছবি আহমেদ আল রুবায়ে/এএফপি

সোমবার প্রকাশিত প্রাথমিক খবরে জানা যায় ইরাকের সংসদ নির্বাচনে ধর্মীয় নেতা মুক্তাদা আল সদরের দল সর্বোচ্চ সংখ্যায় ভোট পেয়েছেI আংশিক ফলাফলে দেখা যায় শিয়া মুসলমান ধর্মীয় নেতা ৩২৯টি সংসদীয় আসনের মধ্যে ৭০টির বেশি আসন লাভ করেছেনI

আল সদরের দল জানায় যে তারা ৭৩টি আসন লাভ করেছে, তারা আসনের সংখ্যা ৫৪তে উন্নীত করে যা তাদের সরকার গঠনে সবচাইতে বেশি প্রভাব ফেলবেI

রয়টার্স সংবাদ মাধ্যম জানায় প্রাথমিক ফলাফলের ভিত্তিতে প্রাক্তন প্রধানমন্ত্রী নূরী আল মালিকি শিয়া দলগুলির মধ্যে দ্বিতীয় বৃহত্তম জয় পেয়েছেনI ২০০৩ সালে সুন্নি নেতা সাদ্দাম হুসেইনের পতনের পর ইরাকের রাজনীতিতে প্রাধান্য বিস্তার করেছে শিয়া দলগুলিI

ইরাকের নির্বাচন কমিশনের মতে রবিবারের সংসদীয় নির্বাচনে রেকর্ড সংখ্যক কম ভোটার ভোট দিয়েছেন,যা ছিল মাত্র ৪১%I ২০১৮ সালের সর্বকালের নিম্নতম সংখ্যা ৪৪.৫%'র চাইতেও কম ছিল এবারের নির্বাচনে ভোটদাতাদের সংখ্যা ।

দুর্নীতি ও সরকারি অব্যবস্থাপনার বিরুদ্ধে তরুণদের প্রতিবাদের কারণেই কয়েক মাস আগেই এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছেI ২০১৯ সালের শেষ ভাগে এবং ২০২০ সালের গোড়ার দিকে লক্ষ লক্ষ লোক রাস্তায় প্রতিবাদে অংশ নেন। বিক্ষোভকারীরা সংস্কার এবং নতুন নির্বাচনের আহ্বান জানানI

তবে বিক্ষোভের ওপর পুলিশি অভিযানে প্রায় ৬০০জনের মৃত্যু হয়I ইরাকের রাজনৈতিক অভিজাত শ্রেণীর সম্পর্কে হতাশা দেখা দিয়েছে এবং তারা এ বছরের নির্বাচন বর্জনের আহ্বান জানানI

নুতন আইনের আওতায় রবিবারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যে আইনে নির্বাচনী এলাকাগুলিছোট করাসহ স্বতন্ত্র এবং সংস্কারপন্থী প্রার্থীদের নির্বাচিত করা সহজতর করা হয়I তবে কার্যত শক্তিশালী দলগুলি নতুন আইনের আওতায় সমর্থকদের বেশি জড়ো করতে সমর্থ হয়।

XS
SM
MD
LG