অ্যাকসেসিবিলিটি লিংক

আল শাবাব তিনজনকে গুপ্তচরবৃত্তির দায়ে হত্যা করেছে


সোমালি জঙ্গি গোষ্ঠি আল শাবাব বলছে যে তারা তিনজনকে হত্যা করেছে যাদের বিরুদ্ধে তাদের অভিযোগ হচ্ছে যুক্তরাষ্ট্র কিংবা সোমালি সরকারের গোয়েন্দা সংস্থার হয়ে তারা কাজ করেছে।

আল ক্বায়দা সংশ্লিষ্ট গোষ্ঠিটি তাদের এই হত্যার কথাটি মঙ্গলবার তাদের ফেইসবুক পেইজে প্রকাশ করে।

এতে বলা হয়েছে যে একজন লোক , ২৯ বছর বয়সী মোহাম্মদ আব্দুল্লে , যুক্তরাষ্ট্রের একটি ড্রোন হামলায় দিক নির্দেশ করেছে । ঐ হামলায় গত অক্টোবর মাসে সোমালিয়ার মধ্যবর্তী যুবা অঞ্চলে আল শাবাবের একজন কমান্ডার নিহত হয়।

সম্ভবত সেটি সেই আক্রমণ যাতে আল শাবাবের বিস্ফোরক বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ আন্তা ২৮শে অক্টোবর নিহত হয়। আল শাবাব বলছে যে দ্বিতীয় ব্যক্তিটি হচ্ছে ৪৭ বছর বয়সী আব্দুল্লাহি ফারোদ যে সোমালিয়া সরকারের পক্ষে গোয়েন্দাগিরি করেছিল। তৃতীয় ব্যক্তির বিরুদ্ধেও সোমালি সরকারের পক্ষে গুপ্তচর বৃত্তির অভিযোগ করা হয় তবে তার নাম প্রকাশ করা হয়নি।

ঐ বিবৃতিতে বলা হয়েছে যে ঐ তিনজনকে বারাওয়ে শহরে ফাইয়ারিং স্কোয়াডে নিয়ে হত্যা করা হয়।

২০১১ ও ২০১২ সালে সোমালিয়ার অধিকাংশ বড় শগরগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ হারানোর পর , আল শাবাব , সাম্প্রতিক মাসগুলোতে আবার চাঙ্গা হয়ে উঠেছে।

গত বৃহস্পতিবার এই জঙ্গি গোষ্ঠিটি মোগাদিশুতে বোমা বিস্ফোরণের দায় স্বীকার করে যাতে ১১ জন প্রাণ হারায়।
XS
SM
MD
LG