২০০৮ সালে তদানীন্তন সেনা সমর্থিত সরকারের শাসনামলে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফাই এর সরবরাহ করা মিথ্যা তথ্য প্রচারের ষড়যন্ত্রে জড়িত সম্পাদকদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সোমবার মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগের আলোচনায় প্রধানমন্ত্রী এ কথা বলেন।গত ৩রা ফেব্রুয়ারি এক টেলিভিশন আলোচনায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ডিজিএফআইয়ের দেয়া ভিত্তিহীন খবর ছাপার কথা স্বীকার করে বলেন তা প্রকাশ করা ছিল বিরাট ভুল । দুটি পত্রিকা ডিজিএফআইয়ের লিখে দেওয়া মিথ্যা সংবাদ ছাপিয়ে সে সময় তাঁকে এবং খালেদা জিয়াকে চিরদিনের জন্য রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছিল বলে উল্লেখ করে শেখ হাসিনা বলেন যুদ্ধাপরাধীদের যেমন বিচার হচ্ছে, ঠিক সেভাবে একদিন তাদেরও বিচার হবে। তিনি ডেইলি স্টার সম্পাদকের পদত্যাগও দাবি করেন।উল্লেখ্য, মাহফুজ আনামের স্বীকারোক্তির পর এপর্যন্ত তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতরা কয়েক ডজন রাষ্ট্রদ্রোহিতা ও মানহানির মামলা দায়ের করেছে। জহুরুল আলমের রিপোর্ট: