অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: আমেরিকার শিক্ষা ব্যবস্থা ও বাস্তবতা


যুক্তরাষ্ট্রে কলেজে ভর্তি সংক্রান্ত সবচেয়ে বড় কেলেঙ্কারির ঘটনায় যে কয়েক ডজন মানুষ অভিযুক্ত হয়েছেন, তার মধ্যে বেশ কয়েকজন হলিউড তারকাও রয়েছেন। আসামিরা ইয়েল এবং সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মত প্রথমসারীর বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশিক্ষক এবং কলেজ প্রশাসকদের ঘুষ দিয়ে, তাদের সন্তানদের ভর্তির সুযোগ করে দেবার অভিযোগে অভিযুক্ত। ভুয়া দাতব্যের মাধ্যমে ঘুষের জন্য ব্যবহৃত অর্থ লেন-দেন হয়ছিল।

এই বাস্তবতায় আজকের আলাপন "আমেরিকার শিক্ষা ব্যবস্থা ও বাস্তবতা"। আজকের অতিথি ছিলেন টেক্সাসের A & M State University ‘র সহযোগী এসোসিয়েট প্রফেসার ড. মেহনাজ মোমেন এবং ক্যালিফোর্নিয়া ষ্টেট বিশ্ববিদ্যালয়ের গনমাধ্যমের শিক্ষক ও আমাদের সহকর্মী ড. আবু নাসের রাজীব। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।

please wait

No media source currently available

0:00 0:34:01 0:00

XS
SM
MD
LG