বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের কারণে পরিবেশের সীমাহীন ক্ষতি হচ্ছে বলে উল্লেখ করেছেন। ঢাকায় জাতীয়ভাবে পরিবেশ দিবস এবং বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এই বাস্তবতায় রোহিঙ্গাদের কারনে পরিবেশের কতটা এবং কোন কোন ধরনের ক্ষতি হচ্ছে -তা জানতে আজকের আলাপন ‘রোহিঙ্গা সংকট ও পরিবেশ বিপর্যয়’।
আজকের আলাপনে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক ড. মো: শহীদুল ইসলাম, কক্সবাজার সুশীল সমাজের প্রেসিডেন্ট আবু মোর্শেদ চৌধুরী এবং এনজিও Coast Trust এর টিম লিডার মকবুল আহমেদ। এছাড়া মাঠ পর্যায়ের খবরাখবর জানিয়েছেন আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন সাকিল। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন রোকেয়া হায়দার ও তাওহীদুল ইসলাম।