বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে দেওয়া সংবর্ধনায় জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়ায় জড়িত নেতাদের কঠোর সমালোচনা করেছেন। ওদিকে বাংলাদেশেও জাতীয় ঐক্য গঠনের প্রক্রিয়া নিয়ে নানা মহলে চলছে আলোচনা-সমালোচনা। এছাড়া সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা'র বই প্রকাশ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে রেখে দলটির নির্বাচনে না যাবার সিদ্ধান্ত- সবমিলিয়ে কেমন যাচ্ছে বাংলাদেশের রাজনীতির দৃশ্যপট। তা জানতেই আমাদের আজকের আলাপনের বিষয় 'বাংলাদেশের চলমান রাজনীতি'।
আর আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে ছিলেন ইন্টারন্যাশনাল নিউজ এজেন্সি’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, আমাদের সময় ডট কম এর সম্পাদক নাইমুল ইসলাম খান এবং জিটিভি ও সারাবাংলা.নেট এর এডিটর-ইন চিফ সৈয়দ ইশতিয়াক রেজা। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।