অ্যাকসেসিবিলিটি লিংক

কেনো জঙ্গীবাদে আকৃষ্ট হয় মানুষ, অধ্যাপক আমেনা মহসিন ও অধ্যাপক ইমতিয়াজ আহমেদের বিশ্লেষণ


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের সহযোগী প্রতিষ্ঠান পিস ইনস্টিটিউটের রিজলভ নামক ইউনিটের আয়োজনে জঙ্গীবাদ বিষয়ক এক সম্মেলনে যোগদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আমেনা মহসিন, অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এবং অধ্যাপক দেলোয়ার হোসেন।

সম্মেলন শেষে অধ্যাপক আমেনা মহসিন এবং অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ভয়েস অব আমেরিকার ষ্টুডিওতে ঐ সম্মেলনে বিষয়বস্তু ব্যাখ্যা করেন। তাঁরা বলেন বাংলাদেশ আফ্রিকা মধ্যপ্রাচ্যসহ সর্বত্র জঙ্গীবাদ কেনো হচ্ছে, তা প্রতিরোধের উপায় কি এসব নিয়ে পিস ইনস্টিটিউট কাজ করেছে।

বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এর অধীনে এই তিনজন অধ্যাপক, কেনো জঙ্গীদে আকৃষ্ট হয় মানুষ; সেই বিষয়ে গবেষণা করেন। আর তার ফলাফল অন্যদের সঙ্গে শেয়ার করেন এই সম্মেলনে। সম্মেলনে জঙ্গীবাদের মনস্তাত্বিক প্রক্রিয়াসহ নানা দিক উঠে আসে। রোহিঙ্গা সংকটের বিষয়টিও আসে।

XS
SM
MD
LG