অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন : প্রিয়া সাহার অভিযোগ ও বাংলাদেশের সংখ্যালঘূ সম্প্রদায়ের সমস্যা


১৭ই জুলাই হোয়াইট হাউসে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা ২৭ জন ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া ব্যক্তির সাথে কথা বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই অনুষ্ঠানে, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগ তোলেন প্রিয়া সাহা নামে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সংগঠনের এক নেত্রী। তিনি ওই সংগঠনের সাংগাঠনিক সম্পাদক। ১৬ থেকে ১৮ই জুলাই ওয়াশিংটনে সেকেন্ড মিনিস্টারিয়াল টু এ্যাডভান্স রিলিজিয়াস ফ্রিডম' নামের সম্মেলনে আসেন তারা। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনও অংশ নেন ওই সম্মেলনে। প্রিয়া সাহার বক্তব্যে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। কেনো, সে প্রশ্ন নিয়ে আজকের আলোচনায় অংশ নিলেন আইনের শিক্ষক ড. শাহদীন মালিক, ঢাকা বিশ্ববিদ্যালযের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল ও সাংবাদিক সীতাংশু গুহ।

XS
SM
MD
LG