কল ইন শো আলাপনের বিষয় 'সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ হুমকী' নিয়ে আজ আলোচনা করেন গ্লোবাল মিলিটারী এ্যাডভাইজরি কাউন্সিল অন ক্লাইমেট চেঞ্জের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) এএনএম মুনীরুজ্জামান এবং ভারতের পরিবেশ দপ্তরের সিনিয়র বিজ্ঞানী ড, নিতাই কুন্ডু। জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে সমুদ্রের পানির উচ্চতা বৃদ্ধি এবং তার ফলে ভবিষ্যৎ বিশ্ব কি ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে আর সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কি করা যায় এসব নিয়ে আলোচনা করেন তাঁরা।