১৯৭১ সালে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে যে দেশটির যাত্রা শুরু হয়েছিল, আজ ২০১৭ সালের প্রায় শেষ প্রান্তে এসে আমরা ফিরে তাকিয়েছি এই দীর্ঘ সময়ের দিকে। কিভাবে তৈরি হয়েছিল বাংলাদেশ? যারা ১৯৭১-এর ভয়াবহতা সরাসরি প্রত্যক্ষ করেছেন, তারা এতকাল পরে এসে সেই সময়টিকে কিভাবে দেখেন? আর যারা ১৯৭১ দেখেননি, এর অনেক পরে যাদের জন্ম, তারা আজকের বাংলাদেশকে কিভাবে অনুভব করেন, জানার চেষ্টা করেছি। কথা বলেছি বাংলাদেশের সুপরিচিত মঞ্চ-টিভি অভিনেতা আলী যাকের এবং তরুণ শিল্পি স্বপ্নীল সজীবের সাথে।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন ভয়েস অফ আমেরিকার সাংবাদিক আহসানুল হক।