অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: বাংলাদেশে হাওর অঞ্চলে বন্যা ও করণীয়


বাংলাদেশের পানিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশে ছোট-বড় ৪১৪টি হাওর, জলাশয় ও জলাভূমি রয়েছে। এর মধ্যে হাওরের আয়তন ৮ লাখ ৫৮ হাজার ৪৬০ হেক্টর। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলায় এসব হাওর, জলাভূমি ও জলাশয়ের অধিকাংশের অবস্থান। আয়তনের দিক থেকে যা দেশের এক-পঞ্চমাংশ। প্রায় দুই কোটি মানুষ হাওর, জলাভূমি ও জলাশয় সন্নিহিত এলাকার অধিবাসী। কিন্তু সম্প্রতি পাহাড়ি ঢল ও দেশের অভ্যন্তরে অতিবর্ষণে সুনামগঞ্জের বিস্তীর্ণ হাওর অঞ্চলে শুরু হয় বন্যা। সুনামগঞ্জ, কিশোরগঞ্জসহ ৭ জেলার হাজার হাজার হেক্টর ফসলি জমি পানিতে ডুবে যায়। এই প্রেক্ষাপটে আজকের আলাপনের বিষয়: “বাংলাদেশে হাওর অঞ্চলে বন্যা ও করণীয়।“ অতিথি ছিলেন ARCADIS of New York Inc এর সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় টেকনিক্যাল ম্যানেজার ড. সুফিয়ার এ খন্দকার, বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী এবং ডি জি ভিশন এর প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদী নুমান। সঞ্চালনে ছিলেন তাওহীদুল ইসলাম।

please wait

No media source currently available

0:00 0:36:17 0:00

XS
SM
MD
LG