অ্যাকসেসিবিলিটি লিংক

আলাপন: ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন ও ঢাকা ঘোষনা


বাংলাদেশে রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ অব্যাহত রাখাসহ ঢাকা ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন। ইসলামী সহযোগিতা সংস্থাভুক্ত (ওআইসি) রাষ্ট্রগুলো রোহিঙ্গা গণহত্যায় জড়িতদের অবশ্যই বিচার হওয়া উচিত বলে ঐকমত্যে পৌঁছেছে। এ বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে ওআইসি অ্যাডহক মন্ত্রী পর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্তও নেয়া হয়েছে।

এইদিকে সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বে এমন দেশও রয়েছে যেখানে ওআইসি জোটভুক্ত অনেক মুসলিম রাষ্ট্রের চেয়ে বেশি মুসলমান বসবাস করেন। কিন্তু ঐসব দেশে বিভিন্ন ধর্মাবলম্বীদের কারণে মুলমানরা হয়তো সেখানে সংখ্যালঘু। ওই সব দেশের সঙ্গে ওআইসির সংযোগ বাড়াতে সংস্থার কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার আনার সুপারিশ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এমন বাস্থবতায় আজকের আলাপন "ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন ও ঢাকা ঘোষনা"।

আজকের অতিথি ছিলেন বাংলাদেশ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আমেনা মহসিন এবং ভারত থেকে দি টেলিগ্রাফের দিল্লি ব্যুরো প্রধান জয়ন্ত রায় চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালন করেছেন তাওহীদুল ইসলাম।

please wait

No media source currently available

0:00 0:39:39 0:00

XS
SM
MD
LG