অ্যাকসেসিবিলিটি লিংক

আলেক্সি নাভালনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন


জার্মানিতে চিকিৎসাধীন রাশিয়ার বিরোধী নেতা,আলেক্সি নাভালনির চিকিৎসকেরা জানান, যে তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে এবং তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেনI সাইবেরিয়া থেকে মস্কো অভ্যন্তরীন উড়ানে তাঁর অবস্থা সঙ্কটজনক হয়ে উঠলে,জরুরি ভিত্তিতে সাইবেরিয়ায় ফিরিয়ে এনে,তাঁকে সাইবেরিয়ার ওমস্ক হাসপাতালে ভর্তি করা হয়I তবে সেখানে সুচিকিৎসার অভাব থাকায়, তাঁকে ২২শে অগাস্ট, বার্লিনের 'চ্যারিটি' হাসপাতালে ভর্তি করানো হয়I

জার্মানির রাসায়নিক অস্ত্র বিশেষজ্ঞরা তাঁর দেহে রাশিয়ায় প্রস্তুতকৃত, নোভিচক গ্রূপের, নোভিচক বিষের সন্ধান পান, যে দাবি রাশিয়া সরকার প্রত্যাখ্যান করেছেI জার্মানির চ্যান্সেলর, আঙ্গেলা মার্কেল এই ঘটনায় তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেনI

জার্মান সরকার রাশিয়ার কাছে বিষ প্রয়োগের ব্যাখ্যা দাবি করেছেI রাশিয়ার সদুত্তর না পেলে, চ্যান্সেলর মার্কেল, বিতর্কিত জার্মান-রাশিয়া গ্যাস পাইপ লাইন থেকে সহযোগিতা প্রত্যাহার করে নিতে পারেন, যে প্রকল্পে বাল্টিক সাগরের তলদেশ দিয়ে, রাশিয়া, জার্মানিকে গ্যাস সরবরাহের কথা রয়েছেI

XS
SM
MD
LG