অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছেন আলজেরিয়ায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে


ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন আলজেরিয়ান বাহিনী এখনও ইসলামপন্থী উগ্রবাদীদের ধরতে চেষ্টা করছে এবং প্রত্যন্ত সাহারা মরুভূমিতে একটি পেট্রোলিয়াম কেন্দ্রে পণবন্দীদের মুক্ত করতে চেষ্টা করছে।


মি ক্যমেরন শুক্রবার লন্ডনে আইন প্রনেতাদের বলেন যে তিনি আলজেরিয়ার প্রধান মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন আলজেরিয়ার প্রধান মন্ত্রী বলেছেন আল কায়দা সংশ্লিষ্ট চরমপন্থীদের তৈরি সংকটের এখনও অবসান হয়নি।

তিনি বলেন সন্ত্রাসীরা পালাতে চেষ্টা করে কিন্তু তারা এই কথা চিন্তা ক’রে যে পণবন্দীদের জীবন বিপন্ন তারা পদক্ষেপ নিয়েছে।

আলজেরিয়ান বাহিনী বৃহস্পতিবার বিদেশিরা যে সাহায্যের প্রস্তাব দেয় তা অগ্রায্য করে এবং চরমপন্থীরা বহু বিদেশি সহ বেশ কিছু পনবন্দী নেওয়ার দুদিন পর পেট্রোলিয়াম কেন্দ্রে চড়াও হয়।

Algerian Press Service শুক্রবার বলেছে যে ওই সামরিক পদক্ষেপে ৬০ জনের বেশি পণবন্দী ও ৫৭০ এর বেশি আলজেরিয়ানকে মুক্ত করা গেছে। কোন স্বতন্ত্র মাধ্যমে ওই খবরের সত্যতা যাচাই করা যায়নি।


XS
SM
MD
LG