অ্যাকসেসিবিলিটি লিংক

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন অভিনেতা আলী যাকের


করোনায় আক্রান্ত হয়ে স্বনামখ্যাত নাট্যব্যক্তিত্ব আলী যাকের মারা গেছেন। শুক্রবার সকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সী এই সাংস্কৃতিক ব্যক্তিত্ব মারা যান। ছয় বছর ধরে তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আলী যাকেরের ছেলে ইরেশ যাকের জানান, মৃত্যুর দু’দিন আগে তার বাবার করোনা শনাক্ত হয়। মুক্তিযুদ্ধের শব্দসৈনিক আলী যাকেরকে স্বাস্থ্যবিধি মেনে তার কফিনে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন অঙ্গনের মানুষজন। আলী যাকের ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি। শেষ শ্রদ্ধার জন্য তাকে নেয়া হয় জাদুঘর প্রাঙ্গণে। ঢাকা জেলা প্রশাসনের পক্ষে গার্ড অব অনার প্রদান করা হয়। প্রেসিডেন্ট আবদুল হামিদ এক শোকবার্তায় বলেন, বরেণ্য অভিনেতা আলী যাকের ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে দেশ একজন বরেণ্য অভিনেতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো। প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, মহান মুক্তিযুদ্ধের সময় দেশের শিল্পকলা ও সাংস্কৃতিক অঙ্গনে আলী যাকেরের অবদান বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। বনানী কবরস্থানে আলী যাকেরকে সমাহিত করা হয়।
ওদিকে গত একদিনে করোনায় আক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন। দুই হাজার ২৭৩ জন আক্রান্ত হয়েছেন। গত মার্চ থেকে এই পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ১১শ’ মিডিয়াকর্মী। মারা গেছেন ৩০ জন। এর মধ্যে দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মুনীরুজ্জামানও রয়েছেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, করোনায় গতি-প্রকৃতি কোন দিকে যাবে তা বোঝা মুশকিল। তবুও সরকার নানামুখী পদক্ষেপ নিয়ে রেখেছে। তিনি বলেন, দ্রুততম সময়ে ভ্যাকসিন পেতে সরকার উদ্যোগ নিয়েছে।

please wait

No media source currently available

0:00 0:01:28 0:00
সরাসরি লিংক



XS
SM
MD
LG