অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী অ্যালিস ওয়েলস বাংলাদেশ সফর করছেন


 Alice Wells
Alice Wells

বর্তমানে দুই দিন ব্যাপী বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত সহকারী মন্ত্রী অ্যালিস ওয়েলস মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলির সাথে বৈঠক করেছেন।

কর্মকর্তারা জানিয়েছেন বৈঠকে মাহমুদ আলি এবং অ্যালিস ওয়েলস দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নিরাপত্তা ব্যবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। পরে তিনি সরকারের কয়েকজন উচ্চ পদস্থ কর্মকর্তার সাথে বৈঠক করেছেন। তাঁর সফরসুচির মধ্যে আরও রয়েছে প্রধানমন্ত্রী সেখ হাসিনার সাথে সাক্ষাত এবং সুশীল সমাজ ও ব্যবসায়ীদের সাথে মত বিনিময়।

বৈঠকে যুক্তরাষ্ট্রের সহকারি পররাষ্ট্র মন্ত্রি মিয়ানমারের রাখাইন রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের জামানায় যুক্তরাষ্ট্রের কোনও উচ্চ পদস্থ কর্মকর্তার এটাই প্রথম বাংলাদেশ সফর। বাংলাদেশ সফর শেষে অ্যালিস ওয়েলস বুধবার শ্রীলংকা সফরে যাবেন যেখানে তিনি ১লা সেপ্টেম্বর কলম্বোতে অনুষ্ঠেয় ইন্ডিয়ান ওশেন কনফারেন্সে বক্তব্য রাখবেন বলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের তরফে জানান হয়েছে।

ঢাকা থেকে বিস্তারিত জানিয়েছেন জহুরুল আলম।

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00

XS
SM
MD
LG