অ্যাকসেসিবিলিটি লিংক

একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আব্দুল আলিম গ্রেপ্তার


একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আব্দুল আলিম গ্রেপ্তার
একাত্তরে যুদ্ধাপরাধের অভিযোগে আব্দুল আলিম গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আব্দুল আলীমকে আজ রোববার জয়পুর হাট থেকে গ্রেপ্তার করা হয়েছে | যুদ্ধাপরাধের বিষয়ে গঠিত আন্তর্জাতিক আদালতের নির্দেশে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক এই গ্রেপ্তারের খবর নিশ্চিত করেছেন। রোববার সকালে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আদালতে শুনানি শেষে আব্দুল আলিমকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়। বিরাশি বছর বয়সী এই অভিযুক্ত যুদ্ধাপরাধীকে দীর্ঘ দিন তার বাসভবনেই বিশেষ নজরদারিতে রাখা হয়েছিল। আজ রোববার তাকে তাঁর বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন,সোমবার সকাল ১০টার দিকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হতে পারে।

বাদী পক্ষের কৌসূলি হায়দার আলী বলছেন যে তিনি একাত্তরের মুক্তিযুদ্ধের সময়ে কথিত শান্তি কমিটির সভাপতি ছিলেন এবং অভিযোগে বলা হচ্ছে যে তিনি ঐ সময়ে পাকিস্তনি সৈন্যদের দিয়ে বাঙালি হত্যায় সহায়তা করেছিলেন। কৌসূলি হায়দার আলী আরও বলেন যে যুদ্ধের সময়ে ১০ হাজার শরনার্থিকে ঐ সীমান্ত এলাকায় হত্যা করা হয়েছিল বলে প্রমাণ আছে।

আব্দুল আলীম বিএনপি সরকারের একজন সাবেক মন্ত্রী ।

XS
SM
MD
LG