অ্যাকসেসিবিলিটি লিংক

আফগানিস্তান থেকে সামরিক, বেসামরিক সকল নাগরিকদের সরিয়ে নিয়েছে তুরস্কঃ এরদোয়ান


তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যিপ এরদোয়ান মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট মিলো ডুকানোভিকের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ২৮ আগস্ট, ২০২১ ।
তুরস্কের প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যিপ এরদোয়ান মন্টিনিগ্রোর প্রেসিডেন্ট মিলো ডুকানোভিকের সঙ্গে আলোচনার পর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন। ২৮ আগস্ট, ২০২১ ।

শুক্রবার প্রেসিডেন্ট রেজেপ তাইয়্যিপ এরদোয়ান জানিয়েছেন তুরস্ক আফগানিস্তান থেকে অল্প সংখ্যক প্রযুক্তিবিদ ছাড়া, তার সব বেসামরিক লোকজন ও সামরিক বাহিনীকে সরিয়ে নিয়েছে।

যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহারের পদ্ধতির সমালোচনা করে এরদোয়ান বলেন, প্রস্থানটি "আরো সাবধানে" করা উচিত ছিল এবং "দেশগুলি থেকে সরে গিয়ে সন্ত্রাসী সংগঠনের হাতে তাদের তুলে দেবার জন্য চড়া মূল্য রয়েছে।"

কাবুল বিমানবন্দরের বাইরে বৃহস্পতিবারের প্রাণসংহারি আত্মঘাতী বোমা হামলার দাবীদার আফগানিস্তানের ইসলামিক স্টেট গ্রুপ ও তালিবানের মধ্যকার শত্রুতা সম্পর্কে মন্তব্য করে এরদোয়ান বলেন "তুরস্ক বা অন্য কোন দেশ তাদের সংঘাত থেকে লাভবান হবে তা কল্পনা করা যায় না।"

শুক্রবার দিনে আরও আগের দিকে এরদোয়ান বলেন, নেটো বাহিনী চলে যাওয়ার পর বিমানবন্দরটি চালু রাখতে প্রযুক্তিগত সহায়তা প্রদানের বিষয়ে তুরস্ক তালিবানের সঙ্গে আলোচনা করছে।

এরদোয়ান বর্তমানে বিনিয়োগ ও বাণিজ্যে বিষয়ে বৈঠকের জন্য তিন দিনের সফরে বলকান অঞ্চলে রয়েছেন।

XS
SM
MD
LG