ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের অমরনাথ তীর্থ যাত্রায় সন্ত্রাসীদের হামলায় ৭ পুর্ণার্থী নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা এবং শোক প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে এক বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী এই দুঃসময়ে ভারতীয় জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় এবং কঠোর অবস্থানের কথা পুনঃব্যক্ত করে, সন্ত্রাসীদের নির্মূলে দুই প্রতিবেশী দেশ একযোগে কাজ চালিয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।
ঢাকা থেকে আমীর খসরুর রিপোর্ট।