অ্যাকসেসিবিলিটি লিংক

গণতন্ত্রের পথে ভারত যে ভাবে এগোচ্ছে তাতে ভারতীয় হিসেবে গর্বিত নই-অমর্ত্য সেন


Amartya Sen
Amartya Sen

ভারতের এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন কাশ্মীর নিয়ে কেন্দ্রীয় সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। সংশ্লিষ্ট সাক্ষাৎকারে অমর্ত্য সেন বলেন, ‘এটা শুধু কোনও সংখ্যাগুরুর শাসনের উদাহরন নয় বরং এটি মানুষের অধিকারের ওপরে হস্তক্ষেপও। কাশ্মীর নিয়ে কোনও সিদ্ধান্ত গণতান্ত্রিক উপায় ছাড়া নেওয়া সম্ভব নয় বলেই মনে করি।’একের পর এক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকার ভুল পদক্ষেপ করেছে বলেও মন্তব্য করেন অমর্ত্য সেন।তিনি বলেন, ‘দুনিয়ায় এক গণতানন্ত্রিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করার পর সরকার যেসব সিদ্ধান্ত নিয়ে চলেছে তাতে ভারতীয় হিসেবে আমার গর্ব হয় না।’উল্লেখ করা যেতে পারে গত ৫ই অগাস্ট কাশ্মীরের ৩৭০ ধারা বাতিল করেছে কেন্দ্র। শুধু তাই নয়, জম্মু ও কাশ্মীরকে ২টি কেন্দ্রশাসিত অঞ্চলেও ভাগ করেছে সরকার। এনিয়ে কাশ্মীরের মানুষ ক্ষুব্ধ হলেও সরকারের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে একাধিক বিরোধী দল। কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে অমর্ত্য সেন বলেন, ‘গোটা বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা ছিলে রাজ্যের মানুষেরই। কাশ্মীরিদের এনিয়ে নিজস্ব যুক্তি রয়েছে।’ পাশাপাশি কাশ্মীরের রাজনীতিবিদদের গ্রেফতার করারও বিরোধিতা করেন নোবেল জয়ী অর্থনীতিবিদ।

কলকাতা সংবাদদাতা পরমাসিষ ঘোষরায়ের প্রতিবেদন।

please wait
Embed

No media source currently available

0:00 0:01:02 0:00

XS
SM
MD
LG