বিশ্ব ব্যাঙ্ক, দূর্নীতির অভিযোগে বাংলাদেশের পদ্মা সেতুর অর্থায়ন-সহায়তা আপাতত: স্থগিত করে দিলে , বাংলাদেশ বিকল্প অর্থায়নের চেষ্টা চালায় এবং মালয়েশিয়া এ ব্যাপারে ইতিবাচক সাড়া দিয়ে এগিয়ে আসে ব’লে খবরাখবরে প্রকাশ।
ইতিমধ্যে বাংলাদেশ কর্তৃপক্ষ পদ্মা পাড়ের ভিন্ন একটা অবস্থানে আরেকটি সেতু প্রকল্প প্রাইভেট-পাবলিক-পার্টনারশিপের আওতায় অর্থায়ন করা হবে বলে ঘোষণা দেয়।
এ দু’ই প্রকল্প কতোখানি বাস্তবায়িত করা সম্ভব – কতোখানি তা বাস্তবায়নযোগ্য , দু’টোই একযোগে করার চিন্তাভাবনা হচ্ছে কিনা - এসব নিয়ে আমরা কথা বলি সাবেক রাষ্ট্রদূত ও বর্তমানে বেসরকারি একটি গবেষনা প্রতিষ্ঠানের বিশ্লেষক ও ঢাকার সাউথইস্ট ব্যাঙ্কের নির্বাহি পরিচালক সেরাজুল ইসলামের সঙ্গে।
তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।