অ্যাকসেসিবিলিটি লিংক

ভ্রমণ নিষেধাজ্ঞা সম্পর্কে ট্রাম্পের আদেশ বহাল রাখলো যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট


Travel ban - demo Supreme court
Travel ban - demo Supreme court

মংগলবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট অল্প ভোটের ব্যবধানে পাঁচটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণের উপর ট্রাম্প প্রশাসনের নিষেধাজ্ঞার আদেশ বহাল রেখেছে। এর ফলে প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প তাঁর অন্যতম একটি বিতর্কিত নীতি বাস্তবায়নের ব্যাপারে বিজয়ী হলেন। পক্ষে ৫,বিপক্ষে ৪ ভোটে,আদালত রায় দেয় যে যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন অনুযায়ী জাতীয় নিরাপত্তা বিষয়ে উদ্বেগের কারণে,বিদেশি দেশগুলোতে ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারির সাংবিধানিক অধিকার প্রেসিডেন্টের আছে।প্রধান বিচারপতি জন রবার্টস সংখ্যাগরিষ্ঠের অভিমত তুলে ধরেন এবং লেখেন যে ভ্রমণে বিধিনিষেধ জারি করে ট্রাম্পের দেওয়া নির্বাহী আদেশ,প্রেসিডেন্টের কর্তৃত্বের ভেতরেই রয়েছে। রবার্টস আরো লিখেছেন যে প্রেসিডেন্ট ১৯৬৫ সালের আভিবাসন ও জাতীয় আইন অনুযায়ী নিঃসন্দেহেই এই শর্ত পুরণ করেছেন যে সুনির্দিষ্ট ঐ সব বিদেশির এই দেশে প্রবেশ,যুক্তরাষ্ট্রের স্বার্থের পরিপন্থি।রবার্টস তাঁর রায়ে লেখেন যে এই মামলার বাদি পক্ষ,হাওয়াই অঙ্গরাজ্য,হাওয়াই মুসলিম এসোসিয়েশান এবং ঐ রাজ্যের তিনজন বাশিন্দা এটা প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন যে এই ভ্রমণ নিষেধাজ্ঞা আদেশ যুক্তরাষ্ট্রের সংবিধানের এস্টাবলিশমেন্ট ক্লজকে লংঘন করছে। ঐ অনুচ্ছেদে কোন একটি ধর্মকে অন্য ধর্মের ওপরে স্থান দেওয়া নিষেধ করা হয়েছে।

XS
SM
MD
LG